১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

টেক্সাসের বন্যায় মৃত্যু বেড়ে ১০৯, নিখোঁজ ১৮০

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলীয় টেক্সাস হিল কান্ট্রির একাংশকে ধ্বংসস্তূপে পরিণত করা আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে মঙ্গলবার ১০৯ জনে দাঁড়িয়েছে, এদের অনেকেই শিশু। উদ্ধারকারী দলগুলো এখনও নিখোঁজ বহু মানুষের সন্ধানে কাদায় ঢাকা ধ্বংসাবশেষের মধ্যে তল্লাশি চালাচ্ছে।রয়টার্স টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের প্রকাশ করা পরিসংখ্যানের বরাত দিয়ে জানিয়েছে, কর্তৃপক্ষ কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে হওয়া সবচেয়ে প্রাণঘাতী বন্যার ঘটনার চার দিন পরও নিখোঁজ ১৮০ জনেরও বেশি মানুষের ভাগ্যে কী ঘটেছে তা নির্ধারণ করার চেষ্টা করছে। অধিকাংশ মৃত্যু ও নিখোঁজের ঘটনা ঘটেছে টেক্সাস হিলের কার কাউন্টিতে ও এর প্রসাশনিক কেন্দ্র কারভিল শহরে। গত শুক্রবার ভোরে প্রবল বৃষ্টিপাতের ফলে গুয়াডালুপে নদী অববাহিকা এলাকায় সৃষ্ট হড়কা বানে ২৫ হাজার বাসিন্দার কারভিল শহর একটি দুর্যোগপূণ এলাকায় পরিণত হয়েছে।

আরও পড়ুন