অনলাইন ডেস্ক: উন্নত অবকাঠামো ও হৃদয়স্পর্শী সৌন্দর্যে মুগ্ধ হয়ে কানাডার টরন্টো শহরের আদলে চট্টগ্রাম নগরকে গড়ার আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রবিবার (৬ জুলাই) দেশটিতে চট্টগ্রাম সমিতি আয়োজিত বার্ষিক পিকনিকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কানাডার টরন্টোর এনাস পার্কে এ পিকনিক অনুষ্ঠিত হয়।
চসিক মেয়র বলেন, ‘প্রবাসীরা দেশের প্রাণ; তাদের পাঠানো রেমিট্যান্সে দেশের রিজার্ভ বাড়ছে, অর্থনীতির চাকা সচল। আমি এ মিলনমেলায় চট্টগ্রামের সবাইকে দেখে উচ্ছ্বসিত। আপনারা যদি চট্টগ্রামের উন্নয়নে নিজস্ব উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন, তাহলে আমরা সত্যিই অনেক দূর এগিয়ে যেতে পারব।’
তিনি বলেন, ‘কানাডার একজন সাবেক মন্ত্রী ও বর্তমান সাংসদের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমি তাঁকে বলেছি, আমাদের দেশে স্কিলড হ্যান্ড রয়েছে। কানাডা চাইলে ফ্রোজেন ফুডস, চামড়া রপ্তানি, মানবসম্পদ বিনিময় এবং বন্দর ব্যবহারের মতো অনেক বিষয়ে যৌথভাবে কাজ করতে পারে।’
অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতি-কানাডার সভাপতি, ব্যবসায়ী মনজুর চৌধুরী বলেন, ‘মেয়রকে আমাদের এই আয়োজনে পেয়ে আমরা আনন্দিত। তিনি চট্টগ্রামের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন, বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে তার প্রচেষ্টা প্রশংসনীয়। আমরা প্রবাসীরা দেশের জন্য অবদান রাখতে চাই, কিন্তু বিমানবন্দরে হয়রানি এখনো বন্ধ হয়নি। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। চট্টগ্রাম শুধু বাংলাদেশের নয়, বিশ্ববাণিজ্যের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে পারে — এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
পিকনিক শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে প্রবাসী শিল্পীরা অংশ নেন।
