অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকা থেকে মো. নূর হোসেন (২৬) ওরফে সাদ্দাম ওরফে রিয়াদ ১৬ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। রবিবার (৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নূর হোসেন ফেনী সদরের পশ্চিম চনুয়া এলাকার নূর মোহাম্মদ ওরফে নূর আহমদের ছেলে।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নূর হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের পাহাড়তলী, হালিশহর, ডবলমুরিং, ফেনীর সদর ও ফুলগাজী, এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মোট ১৬টি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে ডাকাতি, চুরি এবং মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ অভিযোগ রয়েছে।
র্যাব জানায়, তিনি ফেনী সদর মডেল থানার একটি চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নূর হোসেনকে ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
