অনলাইন ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদে মো. আইয়ুব (৪৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র্যাব। দিবাগত রাত দেড়টার দিকে অক্সিজেন মীনা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।আইয়ুব রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা মডেল ইউনিয়নের আদর্শ গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
জানা গেছে, আটক আইয়ুব রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত হলেও দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অস্ত্র নিয়ে শোডাউন, হুমকি, ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন।
র্যাব জানায়, আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব স্বীকার করেছেন যে তিনি একাধিক মামলার পলাতক এবং অপরাধ সংঘটনের সঙ্গে জড়িত। যদিও তার কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র থাকার তথ্য থাকলেও, র্যাবের কাছে সে তা প্রকাশ করেনি। পরবর্তী সময়ে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
