২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জুলাই আগস্ট বিপ্লব-এর শহীদদের স্মরণে প্রগতিশীল নাগরিক সমাজের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: জুলাই আগস্ট বিপ্লব ২০২৪-এর শহীদদের স্মরণে শুক্রবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রগতিশীল নাগরিক সমাজ-এর উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে লাখো শহীদের জীবন দানের মাধ্যমে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে আমরা সংবিধান ও মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছি। যার ফলে দেশের আপামর ছাত্র-জনতা ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে ফুঁসে উঠে দেশব্যাপী তুমুল আন্দোলন গড়ে তোলায় তৎকালীন শেখ হাসিনার আ.লীগের নেতৃত্বে মহাজোট সরকারের বুঝে ওঠার আগেই পতন ঘটে এবং দেশ ছেড়ে পালিয়ে যায়। এটি জাতির জন্য যেমন কলঙ্কের তেমনিভাবে আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসেও একটি কলঙ্কজনক অধ্যায়। এই বিপ্লবে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদেরকে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মা.খুরশিদ আলম, মিজানুর রহমান, নুরুল আলম, আশীষ সেন, কামিনী রক্ষিত, মোহাম্মদ শাহজাহান, মোঃ ইউসুফ, রোজিনা আক্তার, শাহনাজ বেগম, পান্না বেগম, প্রণতি ভট্টাচার্য, সাবিত্রী দাশ,উজ্জ্বল শীল প্রমূখ।সভাশেষে মাওলানা আবুল হাশেমের পরিচালনায় শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আরও পড়ুন