১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মুখ খুললেন দঙ্গল কন্যা , বিজয় বর্মার সঙ্গে প্রেম

বিনোদন ডেস্ক : বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল ফিসফাস— ‘দঙ্গল’ গার্ল ফাতিমা সানা শেখ কি তবে সত্যিই বিজয় বর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন? প্রেমের গুঞ্জনে সরগরম ছিল পেজ থ্রি। তবে অবশেষে রহস্যের পর্দা সরালেন ফাতিমা নিজেই!সম্প্রতি নিজের নতুন ছবি ‘আপ জ্যায়সা কোই’-এর ট্রেলার লঞ্চে হাজির হয়ে ব্যক্তিগত জীবন নিয়ে একেবারে খোলামেলা কথা বললেন অভিনেত্রী। সাংবাদিকদের সরাসরি প্রশ্ন— ‘বিজয় বর্মা কি তবে আপনার মিস্টার রাইট?’
ফাতিমা হেসে সাফ জানিয়ে দিলেন, ‘আমি আপাতত একাই আছি।’ সঙ্গে যোগ করলেন, ‘ভালো ছেলে পাওয়া এখন দুষ্কর। সিনেমাতেই বেশি দেখা যায়।’ রসিকতা করে আরও বললেন, ‘আচ্ছে লড়কে তো ফিল্মো মে হোতে হ্যায়, রিয়াল লাইফ মে তো হ্যায় হি না ইয়ার!’
যদিও প্রেম নেই, তবে সম্পর্ক নিয়ে তার ভাবনা বেশ স্পষ্ট। ফাতিমার ভাষায়, ‘যেখানে দু’জন মানুষ একে অপরকে সম্মান করেন, মতামত শোনেন, একজন আরেকজনকে বদলে ফেলার চেষ্টা না করে বরং একসঙ্গে বেড়ে ওঠেন— সেটাই সুস্থ সম্পর্ক।’
এদিকে বলিউড মহলের একটা বড় অংশ বলছে, ফাতিমার এই বক্তব্যে আপাতত ‘বিজয়-ফাতিমা প্রেম জল্পনায় ফুলস্টপ’ পড়ল। তবে বি-টাউনের ইতিহাস কিন্তু বলে, অনেক সময় ‘না’-র মাঝেও লুকিয়ে থাকে একটা মিষ্টি ‘হ্যাঁ’। এখন দেখার, সিনেমার পর্দার মতো বাস্তব জীবনেও কোনো চমক অপেক্ষা করছে কি না!

আরও পড়ুন