১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

অজগরের ডিমে ৩৩টি বাচ্চা ফুটলো

নিজস্ব প্রতিবেদক: নগরের ফয়’স লেক এলাকার চট্টগ্রাম চিড়িয়াখানায় ষষ্ঠবারের মতো কৃত্রিম উপায়ে অজগরের ৩৩টি বাচ্চা ফুটেছে। এর আগে ২০১৯ সালে প্রথমবার কৃত্রিম উপায়ে ইনকিউবেটরে ২৫টি, ২০২১ সালে ২৮টি ও ২০২২ সালে ১১টি, ২০২৩ সালে ১৬টি, ২০২৪ সালে ৩৫টিসহ মোট ১১৫টি অজগরের বাচ্চা ফোটানো হয়।এর মধ্যে ৮০ টি অজগরের বাচ্চা চার দফায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন শুভ জানান, গত ০৪ ও ১৪ এপ্রিল দুইটি অজগর থেকে পাওয়া ৪৫টি ডিম সংগ্রহ করে হাতে তৈরি ইনকিউবেটরে বসানো হয়।দুই ধাপে গত ১১-১৩ জুন ১৭টি (প্রায় ৬৮ দিন) ও ২১-২৪ জুন তারিখে ১৬টি (প্রায় ৬৯ দিন) সহ মোট ৩৩টি অজগরের বাচ্চা জন্ম নেয়।বাচ্চাগুলো পরিবেশের সাথে খাপ খাওয়ানোর সক্ষমতা অর্জন করলে মাননীয় জেলা প্রশাসক ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতির অনুমতিক্রমে চট্টগ্রামের সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন