১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ক.বা.শ হাসপাতালের প্রজেক্ট ডাইরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ চৌধুরীর স্মরণ সভা

প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের প্রতিষ্ঠাকালীন প্রজেক্ট ডাইরেক্টর স্বনামধন্য চিকিৎসক ডা. মোহাম্মদ ইউসুফ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত বুধবার সকাল সকালে বায়তুশ শরফ আল্লামা আব্দুল হাই নদভী ইসলামি গবেষণা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মজলিসুল উলামা বাংলাদেশ এর সম্মানিত মহাসচিব ও বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের ত্বরিকত বিষয়ক সম্পাদক মাওলানা মামুনুর রশীদ নূরী।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বায়তুশ শরফ জামে মসজিদ কক্সবাজার এর মুয়াজ্জিন হাফেজ্ব মাওলানা মো. তৈয়ব উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন, কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম.কামাল উদ্দিন।
ডা. মোহাম্মদ ইউসুফ চৌধুরীর কর্মকাণ্ড ও জীবন চরিত স্মরণে স্মৃতিচারণ মূলক বক্তব্য প্রদান করেন আনজুমনে নওজোয়ান কক্সবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক শহীদুল ইসলাম, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক মো. তৈয়ব, উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতি লি. এর পরিচালক মো. আবু তৈয়ব, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর পরিচালক মো. নুরুল আলম, কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল এর সিনিয়র মাঠ কর্মকর্তা বিশ্বজিত পাল, ফজল করিম, আবু সুফিয়ান, সিনিয়র সাংবাদিক দীপক শর্মা দিপু প্রমুখ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল ও কমপ্লেক্স এর সদস্য আলহাজ্ব মাওলানা মাহফুজুল ইসলাম, অংক্য চিন রাখাইন, বায়তুশ শরফ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবছার কামাল, মাওলানা নাসির উদ্দিন, বায়তুশ শরফ কমপ্লেক্স সদস্য মোতাহের হোসেন, মো. আবু, জনাব জাফর আলম এবং কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সভূক্ত প্রতিষ্ঠান সমুহের সম্মানিত চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি, কবি ও সাহিত্যিক মো. নুরুল ইসলাম, আল্লামা শাহ কুতুবউদ্দিন(রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ছলাহ উদ্দিন মোহাম্মদ বেলাল, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আলহাজ্ব ছৈয়দ করিম, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর সাধারণ সম্পাদক ও কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল এর নির্বাহী সদস্য মাওলানা নজরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর সম্মানিত মহাপরিচালক শিক্ষাবিদ এম. এম. সিরাজুল ইসলাম বলেন, মরহুম ডা. মোহাম্মদ ইউসুফ চৌধুরী একজন মেধাবী, গুনী, ত্যাগী এবং সমাজসেবী মানুষ ছিলেন। আর এমন মানুষদের স্মরণ আর মূল্যায়ন করা সমাজের বিশেষ করে আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বায়তুশ শরফের প্রধান রুপকার আল্লামা আব্দুল জব্বার (রহ.) এর পরামর্শে আমি উনাকে কক্সবাজার এনে সদ্য প্রতিষ্ঠিত কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল এর প্রতিষ্ঠাকালীন প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে দায়িত্ব প্রদান করি। পাশাপাশি কক্সবাজার জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর সাথে উনাকে জড়িত করি বিশেষ করে কক্সবাজার খেলাঘর, ঝিনুকমালা খেলাঘর আসর এর সম্মানিত সভাপতির দায়িত্ব তিনি পালন করেন। তিনি অত্যন্ত মেধা, প্রজ্ঞা ও দক্ষতার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করেছিলেন। আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তাঁর স্মৃতি আমাদের মনে থাকবে চিরদিন। আমি ডা. মোহাম্মদ ইউসুফ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। সকলের নিকট উনার জন্য দুয়া কামনা করছি। মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করুন, আমিন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মজলিসুল উলামা বাংলাদেশের সম্মানিত মহাসচিব ও বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর ত্বরিকত বিষয়ক সম্পাদক মাওলানা মামুনুর রশীদ নূরী। এই সময় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন। তিনি বলেন, সবাইকে একদিন আল্লাহর জিম্মায় চলে যেতে হবে। কেউ আগে, কেউ পরে। মরহুম ডা. মোহাম্মদ ইউসুফ চৌধুরী তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের মাঝে চীর স্মরণীয় হয়ে থাকবেন। বায়তুশ শরফের মরহুম হুজুর কেবলা ও কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর মহাপরিচালক শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম স্যারের হাত ধরে তিনি কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল এর দায়িত্ব প্রদান করেন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এর সাথে জড়িত থেকে তাঁর কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি চলে গেছেন আমরাও একদিন চলে যাব। তাই সবাইকে আাল্লাহর প্রিয় পাত্র হতে হবে এবং মানব সমাজেও প্রিয়পাত্র হতে হবে।অনুষ্ঠান এর সার্বিক সঞ্চালনা করেন কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

আরও পড়ুন