অনলাইন ডেস্ক: মাগুরা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার টিলা গ্রামে এ ঘটনা ঘটে বলে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক জানান।নিহতরা হলেন- ওই গ্রামের আওয়াল হোসেনের স্ত্রী সেতু (৩৫) এবং তাদের আট মাসের শিশুকন্যা আনিসা।
আওয়াল হোসেন বলেন, “রাইস কুকারে ভাত রান্নার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।”হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক বলেন, দুজনের শরীরের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
