১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, চট্টগ্রাম বোর্ডের ‘কড়া’ ১০ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। সুষ্ঠু, নকলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে ১০ দফা কড়াকড়ি নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। পরীক্ষার্থী, অভিভাবক ও কেন্দ্র সংশ্লিষ্ট সবার জন্যই এই নির্দেশনা প্রযোজ্য।বোর্ড জানায়, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে হবে। ওএমআর শিটে সঠিকভাবে তথ্য পূরণ এবং বৃত্ত রঙ করতে হবে। উত্তরপত্র ভাঁজ করা যাবে না। বহুনির্বাচনি ও সৃজনশীল অংশের মাঝে কোনো বিরতি থাকবে না।
পরীক্ষার হলে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। কেবল সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। প্রবেশপত্রে যেসব বিষয় উল্লেখ আছে, কেবল সেগুলোর পরীক্ষায় অংশ নেওয়া যাবে। পরীক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে নয়, স্থানান্তরিত কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।তত্ত্বীয়, বহুনির্বাচনি (MCQ) এবং ব্যবহারিক—তিনটি বিভাগেই আলাদাভাবে পাস করতে হবে। পরীক্ষার উপস্থিতি তালিকায় প্রতিবার স্বাক্ষর দেওয়া বাধ্যতামূলক।
নকল ঠেকাতে কেন্দ্রগুলোতে থাকবে সিসিটিভি, নকলবিরোধী পোস্টার, অ্যানালগ ঘড়ি এবং জনসমাগম নিয়ন্ত্রণের ব্যবস্থা। বর্ষাকালে সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাট এড়াতে সংশ্লিষ্ট বিভাগকে আগেভাগে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন