নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধকে কেন্দ্র করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আবুধাবির একটি ফ্লাইট বাতিল হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যগামী বাকি ফ্লাইটগুলো শিডিউল অনুযায়ী যাচ্ছে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, সোমবার রাতের ইএ১২৭ ঢাকা-চট্রগ্রাম-আবুধাবি ফ্লাইট ঢাকা থেকে বাতিল করা হয়েছে। এর বাইরে অদ্যবধি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্রগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী আন্তর্জাতিক সব শিডিউল ফ্লাইটই যথাসময়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।





