১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

অক্সিজেন থেকে ২ নং গেইট পর্যন্ত চলাচলকারী অবৈধ টেম্পু বন্ধের দাবি

প্রেস রিলিজ : ১৪ নং হিউম্যান হলার রোড পরিচালনা কমিটির প্রতিবাদ সভা ২২ জুন রোববার সকালে ২ নং গেইটস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন। তিনি বলেন, অক্সিজেন থেকে ২ নং গেইট পর্যন্ত ৫ আসনের রেজিষ্ট্রেশন নাম্বার প্লেট লাগিয়ে ও দেশীয় ওয়ার্কশপে ১১ আসনের চ্যাচিস তৈরীকৃত, চ্যাসিসের নাম্বর পাঞ্চ করে চলাচলকৃত অবৈধ টেম্পু বন্ধের দাবি জানচ্ছি।

তিনি বলেন, এটি বন্ধের গত ১৬ জুন পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। দূর্ভাগ্য এতদিন হয়ে গেলেও কোন ব্যবস্থা না নেয়ায় আমরা হতাশ। তাই বাধ্য হয়েই এই প্রতিবাদ সমাবেশ। বক্তারা বলেন, আগামি এক সপ্তাহের মধ্যে এই অবৈধ টেম্পু অভিযান চালিয়ে বন্ধ করা না হলে আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো। বক্তব্য রাখেন কার্যকরী কমিটির সভাপতি জহির আহম্মেদ, সাধারণ সম্পাদক সুভাষ কান্তী দাশ, মহানগর লাইন সেক্রেটারী মো.আনোয়ার হোসেন, ১৪ নং রোড পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ ও মালিকগন।

 

আরও পড়ুন