নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের আলীকদমে পর্যটক মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) বেলা ১১টার পর আলীকদম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা জানিয়েছেন, ঘটনার পর থেকেই বর্ষা ইসলাম পুলিশ হেফাজতে ছিলেন। নিহত পর্যটক স্মৃতি আকতারের বাবা আজ (শুক্রবার) বেলা ১১টার দিকে দায়ের করা মামলার পর বর্ষাকে গ্রেপ্তার দেখানো হয়।৩২ বছর বয়সী বর্ষা ইসলাম বৃষ্টি যশোর জেলার বরিউল ইসলামের মেয়ে হলেও বর্তমানে ঢাকায় বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ জুন (বুধবার) বর্ষা ইসলামের নেতৃত্বে ‘ট্যুর এক্সপার্ট গ্রুপ’র ৩৩ সদস্যের একটি দল আলীকদমে ঘুরতে যায়। অভিযানে কো-হোস্ট হিসেবে ছিলেন হাসান নামের একজন এবং স্থানীয় গাইড ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা।তাদের পরিকল্পনা ছিল আলীকদমের ক্রিসতং পাহাড়, থানচির লিমান লিবলু ও সাকাহাফং চূড়া জয় করা। যাত্রাপথে দলটি দুইভাগে বিভক্ত হয়—একটি দলে ২২ জন এবং অন্যটিতে ১১ জন ছিলেন।তৈন খাল পার হওয়ার সময় ২২ জনের দলের মধ্যে ১৯ জন নিরাপদে পার হলেও, কো-হোস্ট হাসানসহ শেখ জুবাইরুল ইসলাম ও স্মৃতি আকতার প্রবল স্রোতে ভেসে যান।
পরে বৃহস্পতিবার (১৩ জুন) ভোরে শেখ জুবাইরুল ইসলামের মরদেহ আলীকদমের কানাই মাঝির ঘাটে এবং শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় স্মৃতি আকতারের মরদেহ তৈন খালের আমতলী ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন কো-হোস্ট হাসান।এ ঘটনায় নিহত স্মৃতির বাবা দায়সারা ব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ এনে বর্ষার বিরুদ্ধে মামলা করেন, যার ভিত্তিতে বর্ষাকে গ্রেপ্তার করা হয়েছে।