১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে শিশু নিখোঁজ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মো. আরিয়ান (৮) নিখোঁজ হয়েছেন। আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কবাখালি বাজার সংলগ্ন মাইনি নদীর মুখে এ ঘটনা ঘটে।নিখোঁজ আরিয়ান উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে আরিয়ান মাইনি নদীতে লাকড়ি ধরার উদ্দেশ্যে নদীতে গেলে অসাবধানতাবশত প্রবল স্রোতে ভেসে যায়।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা জানান, মাইনি নদীতে সকালে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ৮ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা, রেড ক্রিসেন্টের সদস্যরা সহ অনান্য সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছেন।এর আগে ৩০ মে মাইনী নদীত লাকড়ি সংগ্রহ করতে গিয়ে তড়িৎ চাকমা নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

আরও পড়ুন