১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ৩ জনের শরীরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার পর চট্টগ্রামেও নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। চলতি বছর চট্টগ্রামে এটি প্রথম করোনা রোগী শনাক্তের ঘটনা। গত দুইদিনে মোট তিনজনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। তাদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। তবে তারা করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত তা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি সিভিল সার্জন কর্তৃপক্ষ। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, সোমবার (৯ জুন) চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ২৩ জনের করোনা পরীক্ষা করে দুইজনের শরীরে এর জীবাণু পাওয়া গেছে। এরমধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের একজনের বয়স ৭৫ বছর ও অন্যজনের ৫৫ বছর।
মঙ্গলবার (১০ জুন) চট্টগ্রামের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ৪৪ জনের পরীক্ষা শেষে ৩০ বছর বয়সী এক মহিলার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত তিনজনই শহরের বাসিন্দা। নতুন করে করোনারোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘আক্রান্ত তিন জনের মধ্যে গতকাল দুইজনের করোনা শনাক্ত হয় এবং আজ মহিলার করোনা শনাক্ত হয়েছে। তিনজনই মোটামুটি ভালো আছেন। তারা আমাদের তত্ত্বাবধানে রয়েছে। এরমধ্যে গতকালের দুইজন বাড়ি ফিরে গেছেন।’তিনি আরও বলেন, ‘নতুন করে করোনা সংক্রমণ ঠেকাতে আমাদের সব রকমের প্রস্তুতি রয়েছে। কিটের ঘাটতি থাকলেও আশা করছি শনিবারের মধ্যে পেয়ে যাবো। এছাড়াও আমাদের ৮০ হাজারের মতো করোনা টিকা রয়েছে।’
প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে— বাংলাদেশে কোভিড-১৯–এর নতুন ধরন ছড়াচ্ছে। ভারতের এনবি ১.৮.১ নামের নতুন ধরনটিও ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।

আরও পড়ুন