১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে মহানবী হযরত মুহাম্মদকে (স.) নিয়ে আপত্তিকর কথাবার্তা, গ্রেফতার-১

বাঁশাখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মহানবী হযরত মুহাম্মদকে (স.) নিয়ে আপত্তিকর কথাবার্তার অভিযোগে জনতার বিক্ষোভের মুখে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত প্রবীর চৌধুরী (৪০) পেশায় একজন পল্লী চিকিৎসক বলে জানা গেছে।সোমবার (৯ জুন) রাতে উপজেলার চাম্বল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘মহানবীকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলার অভিযোগে গ্রামের লোকজন উত্তেজিত হয়ে ওঠে। গতকাল (সোমবার) রাতে প্রবীরের বাড়ির সামনে লোকজন জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। রাত ১২টার দিকে তাকে থানায় নিয়ে আসি।’গ্রেফতারকৃত প্রবীর চৌধুরী মামলা করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।এদিকে প্রবীরকে গ্রেফতারের পর গভীর রাতে থানার সামনে উত্তেজিত জনতার জড়ো হয়ে বিক্ষোভ করেন। এসময় তার ফাঁসি চেয়ে শ্লোগান দেওয়া হয় বলে স্থানীয়রা জানান।

আরও পড়ুন