ক্রীড়া ডেস্ক : জাতীয় অনূর্ধ্ব-১৮ নারী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করলো চট্টগ্রাম বিভাগ। বুধবার (২১ মে) খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশাল বিভাগকে ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।চট্টগ্রামের হয়ে ইনিংসের গোড়াপত্তন করেন ওপেনার ইশা ও নুসরাত জাহান তন্নী। দু’জনে মিলিয়ে দলকে এনে দেন ঝড়ো সূচনা। সপ্তম ওভারে দলীয় ৬৭ রানে ইশা আউট হলেও (২৭ রান), অপরপ্রান্তে তন্নী ছিলেন দৃঢ়। পরে ওয়ান ডাউনে নামা লেকি চাকমার সঙ্গে গড়ে তোলেন অপরাজিত দ্বিতীয় উইকেট জুটি।
২০ ওভারে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১৬৪ রান। তন্নী ৫০ বল খেলে করেন হার না মানা ৫৫ রান। অন্যদিকে লেকি চাকমার ব্যাট থেকে আসে ৪২ বলে অনবদ্য ৫৯ রান। ব্যাট হাতে এই ইনিংসের সুবাদেই ম্যাচসেরার পুরস্কার জেতেন লেকি চাকমা।
জবাবে ব্যাট করতে নেমে বরিশাল বিভাগ ছিল পুরোপুরি ছন্দহীন। চট্টগ্রামের নিয়ন্ত্রিত ও টার্গেটেড বোলিংয়ে তারা ২০ ওভারে মাত্র ৫৯ রান তুলতে সক্ষম হয়, ২ উইকেট হারিয়ে।চট্টগ্রামের এই জয়ে পয়েন্ট টেবিলেও তারা পেয়ে যায় গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট, যা পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াইয়ে বড় সহায়ক হতে পারে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড :চট্টগ্রাম : ১৬৪/১ (২০ ওভার); তন্নী ৫৫*, লেকি ৫৯*, ইশা ২৭। বরিশাল : ৫৯/২ (২০ ওভার)।চট্টগ্রাম বিভাগ জয়ী ১০৬ রানে। প্লেয়ার অব দ্য ম্যাচ : লেকি চাকমা (৫৯*, ৪২ বল)
