১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারত-মিয়ানমার সীমান্তে ‘বন্দুকযুদ্ধ’, ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেল ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ বন্দুকধারী নিহত হয়েছে। এলাকাটি ভারত-মিয়ানমার সীমান্তে অবস্থিত।বুধবার (১৪ মে) এই বন্দুকযুদ্ধ ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
ভারতের সেনাবাহিনীর দাবি, নিহতরা ‘উগ্রপন্থি’। উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে এক অভিযানে অন্তত ১০ জন ‘উগ্রপন্থি’ নিহত হয়েছে। অভিযান শেষে ওই এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে ।
সেনাবাহিনীর পূর্ব কমান্ড তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ভারত-মিয়ানমার সীমান্তের কাছে মণিপুরের চান্দেল জেলায় ওই ‘সশস্ত্র উগ্রপন্থিরা’ যাতায়াত করছে এরকম খবর গোয়েন্দা সূত্রে পাওয়া গিয়েছিল। আসাম রাইফেলসের একটি দল সেখানে অপারেশন শুরু করে। সন্দেহভাজন উগ্রপন্থিরা সেনা সদস্যদের ওপরে গুলি চালালে পাল্টা গুলি চালায় আসাম রাইফেলস। আর তাতেই ১০ জন উগ্রপন্থি নিহত হয়েছে। অভিযান থেকে অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে এবং অভিযান এখনও চলমান রয়েছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর ওই পোস্টে।
উল্লেখ্য, মণিপুর রাজ্যের অস্থিরতা গত দুই বছর ধরে বেড়েছে। ২০২৩ সালের মে মাসে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষে অন্তত ২৬০ জন নিহত হয়। ওই সহিংসতার জেরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এবং এখনো সেনা মোতায়েন রয়েছে। এই অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে মিয়ানমার সীমান্ত পেরিয়ে উগ্রবাদীরা মণিপুরে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে নিরাপত্তা বাহিনীর অভিযোগ।

আরও পড়ুন