১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

রহমতগঞ্জস্থ গণপূর্ত বিভাগে দুর্নীতির বিরুদ্ধে ঠিকাদার সমিতির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ঠিকাদার সমিতি চট্টগ্রাম জোনের উদ্যোগে সোমবার বেলা ১২টায় রহমতগঞ্জস্থ গণপূর্ত-২ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনিয়ম, দুর্নীতি ও স্বোচ্ছাচারিতার বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) ওসমান আলী (সেগুন)। সাধারণ সম্পাদক মাহফুজুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা মো. মহসিন, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি শহীদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক দৌলত আলী, দপ্তর সম্পাদক রায়হানুল আমিন অভি, সহ দপ্তর সম্পাদক নাজিরুল হক, ঠিকাদার জামিল মোর্শেদ মুন্না, আব্দুল হাকিম, উপদেষ্টা জাফর আহমদ, মো. আব্দুল জলিল, মো. বশির আহমদ, প্রমূখ। বক্তারা বলেন, দেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিস্টরা ঘাপটি মেরে বসে আছে। তারই উদাহারণ রহমতগঞ্জস্থ গণপূর্ত-২ এ নির্বাহী প্রকৌশলী। ফ্যাসিষ্টদের সাথে সখ্যতার কারণে সুবিধা নিয়ে দরপত্রে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির আশ্রয়ে ফ্যাসিষ্টদের ঠিকাদারদের কাজ দিয়ে দিচ্ছেন। মানববন্ধনে উক্ত প্রকৌশলীর এমন অনিয়মের তীব্র প্রতিবাদের পাশাপাশি তার অপসারণের দাবি জানান।

আরও পড়ুন