আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে মঙ্গলবার (৬ মে) থেকে ভারত ও পাকিস্তানের সীমান্তে শুরু হয় পাল্টাপাল্টি ড্রোন হামলা। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ভারতের একটি ড্রোন আঘাত হানলে বাতিল হয় পেশোয়ার জালমি-করাচি কিংসের ম্যাচটি। পরে পুরো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি।এই অবস্থায় পাকিস্তানে আটকা পড়েন দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাদের দেশে ফেরাতে পিসিবির সঙ্গে যোগাযোগ করে বিসিবি। তবে সব শঙ্কা কাটিয়ে তারা দুবাই হয়ে দেশে ফিরেন।
দুবাইয়ে পৌঁছার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিশাদ জানান, পিসিবি খেলোয়াড়দের কাছে দুটি ড্রোন হামলার তথ্য গোপন রেখেছিল। তার ভাষায়, ‘রাওয়ালপিন্ডিতে হামলার পর পিসিবি চেয়েছিল বাকি ম্যাচগুলো করাচিতে আয়োজন করতে। কিন্তু বিদেশি খেলোয়াড়দের মতামত চাওয়ার জন্য একটি সভা ডাকা হয়। সবাই বলেন, বর্তমান পরিস্থিতিতে একমাত্র নিরাপদ জায়গা দুবাই।’
তিনি আরও বলেন, ‘পিসিবি চেয়ারম্যান আমাদের করাচিতে রাজি করাতে চেয়েছিলেন। কিন্তু তিনি তখন গোপন রেখেছিলেন যে, এর আগের দিন দুটি ড্রোন হামলা হয়েছে—যা আমরা পরে জানতে পারি। এরপর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই দুবাই যাওয়ার, আর পিসিবি চেয়ারম্যান তখন আমাদের অনেক সাহায্য করেন।’
সবচেয়ে ভয়ের মুহূর্ত এসেছিল পাকিস্তান ছাড়ার ঠিক পরেই। রিশাদ বলেন, ‘আমাদের উড়োজাহাজ ছাড়ার ২০ মিনিট পরেই ওই বিমানবন্দরে একটি মিসাইল আঘাত হানে। খবরটা খুব ভয়ংকর এবং মর্মান্তিক ছিল। দুবাই পৌঁছে আমরা স্বস্তি পেয়েছি।’
এমন বিপজ্জনক পরিস্থিতিতে পরিবারও ছিলেন উৎকণ্ঠায়। রিশাদ জানান, ‘বাইরে খেলতে গেলে আমার পরিবার সবসময় দুশ্চিন্তায় থাকে। এবার যখন তারা পাকিস্তানের ঘটনা জানতে পারেন—বোমা, মিসাইল—তখন তারা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন। আমি তাদের বোঝানোর চেষ্টা করি যেন দুশ্চিন্তা না করে।’
সতীর্থ নাহিদ রানার অবস্থাও তুলে ধরেছেন রিশাদ। ‘নাহিদ একটু ঘাবড়ে গিয়েছিল। আমি চেষ্টা করেছি ওকে সাহস দিতে। বলেছি, টেনশনের কিছু নেই—আমরা দু’জন একসঙ্গে আছি, আল্লাহ আছেন—সমস্যা হবে না।’
