১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

লালদীঘি ময়দানে জনসভা সফল করতে এবি পার্টি চট্টগ্রাম মহানগরের সভা

প্রেস রিলিজ: আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক সভা শুক্রবার সকালে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আগামী ১৬ মে লালদীঘি ময়দানে এবি পার্টি-র জনসভা সফলে উক্ত প্রস্তুতি সভায় বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ। সভায় প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী বলেন, স্বাধীনতার পরবর্তী ৫৩ বছরে বহু রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় এলো আর গেলো, কিন্তু পরিতাপের বিষয় গরীব দুঃখী মেহনতি মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি বরং পাকিস্তান আমলের শোষক শ্রেণীর ২২ পরিবারের বদলে হাজার হাজার লুটেরা পরিবারের সৃষ্টি হয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এবি পার্টি এসব লুটেরা রাজনৈতিক দল ও লুটপাটের হোতাদের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করে মহান মুক্তিযুদ্ধের মূল বাণী সাম্য ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে জনগণের অধিকার ফিরিয়ে দিতে অঙ্গীকারাবদ্ধ। সভায় আরো বক্তব্য রাখেন, এবি যুব পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মুনির আহমদ, সিদ্দিক আহমেদ জঙ্গী, নুরুল ইসলাম, যুবরাজ দাশ, মোহাম্মদ মোহসিন, সাধন দাশ, রোজিনা আক্তার, প্রণতি ভট্টাচার্য, রাহেনা বেগম, কবিতা আক্তার পপি, হাসিনা বেগম খালেদা ও রাহেলা আক্তার কেয়া প্রমূখ।

 

আরও পড়ুন