নিজস্ব প্রতিবেদক: রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার ৩০ এপ্রিল সকাল থেকে নগরের উত্তর মধ্যম হালিশহরস্থ মহিলা পলিটেকনিক সংলগ্ন এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পত্তি কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর তঞ্চঙ্গা। অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করছেন। প্রথম দিন বুধবার উক্ত এরিয়া থেকে সাড়ে তিন একর জমির আংশিক উচ্ছেদ করা হয়েছে। ধারাবাহিক ভাবে উচ্ছেদ পরিচালনা করে রেলওয়ে নিরাপত্তা কর্মীর কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ।
জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের হাজার হাজার একর জমি অবৈধ দখল রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ এ সকল ভূমি উদ্ধারে ও নিরাপত্তার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করতে না পারায় বার বার উচ্ছেদ করার পরও উক্ত জমি বেদখল হয়ে যায়। এই অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এরই মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সরকার গণবিজ্ঞপ্তি জারী করেছে। বিজ্ঞপ্তির জারীর পর চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ধারাবাহিকভাবে উচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছে।
মধ্যম হালিশহর মহিলা পলিটেকনিক সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় গণ মাধ্যমকে দেয়া বক্তব্যে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গা জানান, এই মৌজা ও দাগে সাড়ে তিন একর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আজ এই উচ্ছেদের মধ্য দিয়ে বাকী সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তিনি আরও জানান, উচ্ছেদ অভিযানের পূর্বে স্থানীয়ভাবে একাধিকবার মাইকিং ও সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছিল।
