১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজয়-সাদমানের ব্যাটে চট্টগ্রামে বাংলাদেশের দাপট

ক্রীড়া ডেস্ক: চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। এনামুল হক বিজয় আর সাদমান ইসলামের উদ্বোধনী জুটি পথ দেখাচ্ছে বাংলাদেশকে।কোনো উইকেট না হারিয়ে ১০৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে টাইগাররা। ফিফটির দেখা পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম। তাতে টেস্টে ১২ ইনিংস পর পঞ্চাশ পেরোনো ওপেনিং জুটি দেখল বাংলাদেশ। দ্বিতীয় দিনের লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে ফিফটি হাঁকিয়ে অপরাজিত সাদমান, একই পথে আরেক ওপেনার বিজয়ও।
এই ম্যাচের আগে টেস্টে ওপেনিংয়ে সর্বশেষ ১২ ইনিংসে কোনো পঞ্চাশোর্ধ্ব রানের জুটি পায়নি বাংলাদেশ। সাদমান ইসলাম–মাহমুদুল হাসান জয় ব্যর্থতার বৃত্তে ঘুরতে থাকা দলে ডাকা হয় এনামুল বিজয়। আর তাতেই যেন মিলল স্বস্তি। বিজয়-সাদমানের নতুন ওপেনিং জুটিই চট্টগ্রামে কাটিয়ে গেল প্রায় এক সেশন। ২৬ ওভারে তারা রান তুলেছে ১০৫।
টেস্ট ক্যারিয়ারকে ফের পুনর্জন্ম দেওয়ার সুযোগ পেয়ে বিজয় ৬৫ বলে করেছেন ৩৮ রান। তার সঙ্গী সাদমান ক্রিজে ৬৬ রান নিয়ে। পরিসংখ্যান বলছে, ২০২২ সালের পর এই প্রথম উদ্বোধনী জুটিতে ১০০ পেরোল বাংলাদেশ। ৩৩ ইনিংসের মধ‍্যে উদ্বোধনী জুটিতে যা বাংলাদেশের সর্বোচ্চ।চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের সকালে জিম্বাবুয়ে আটকে গেছে ২২৭ রানে। আগের দিন পাঁচ উইকেট নেওয়া তাইজুল ৬০ রানে পেয়েছেন ৬ উইকেট। এরপর ব্যাটিংয়ে নেমে ৭৮ বলে টেস্ট ক্যারিয়ারের ৬ষ্ঠ ফিফটি পূর্ণ করেন সাদমান ইসলাম।

আরও পড়ুন