প্রেস রিলিজ: আকবরশাহস্থ শ্রী শ্রী পূর্ববঙ্গ গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রম প্রতিষ্ঠায় ভূমিদাতা স্বর্গীয় দিনেশ চন্দ্র মিত্রের ১৩২তম জন্মদিবসে আশ্রম পরিচালনা পর্ষদের আয়োজনে গত ১৮ এপ্রিল সকালে আত্মার শান্তি কামনায় পূজা, পবিত্র গীতাপাঠ, অশুভ শক্তির বিনাসে ভক্ত সাধারণের সমবেত প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আশ্রমের সেবায়েত মুক্তিযোদ্ধা ও অব: শিক্ষক কিরণময় ভট্টাচার্য্য। আশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি শচীন্দ্র লাল দে এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আশ্রম পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক কমল চক্রবর্তী। উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মনজুর (মঞ্জু), আকবর শাহ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, নুর বক্স মিলন, কামাল পারভেজ, যুবদলের ইলিয়াছ খান ও দীলিপ মিত্র। আলোচনায় অংশ নেন, আশ্রম পরিচালনা পর্ষদের সহ-সভাপতি যথাক্রমে দয়াময় আচার্য্য, সুকুমার মল্লিক, পরিতোষ দেবনাথ, আইন সম্পাদক এড. নীলু কান্তি দাশ, সমাজ কল্যাণ সম্পাদক এড.রাজীব দাশ, এড. সমীর দাশগুপ্ত, এড.উত্তম মহাজন, সীতাকুন্ড আইন কমিটির সদস্য অশোক চক্রবর্তী, হিন্দু মহাজোটের সংগঠক শ্যামল দাশ রানা, পূজা উদযাপন পরিষদ আকবর শাহ থানার সভাপতি দীপক দাশ প্রমূখ। শেষে ভক্ত সাধারণ ও দুস্থ মানুষের মাঝে অন্ন বিতরণ করা হয়।