২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জন্মদিনের উপহার হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে জয় চান সিমন্স

স্পোর্টস ডেস্ক : আর একদিন পরেই সিলেটে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। তার আগে আজ সংবাদ সম্মেলন করেছেন কোচ ফিল সিমন্স।একইদিনে ৬২ বছরে পা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই সাবেক ব্যাটার। নিজের জন্মদিনে চাওয়া জিম্বাবুয়েকে হারানো। এই জয়ই হতে পারে বাংলাদেশ দলের পক্ষে থেকে তার জন্মদিনের উপহার।
সিলেটে সংবাদ সম্মেলনে হাসতে হাসতে সিমন্স বলেন, ‘আমি এখন আর জন্মদিনের উপহার চাই না। তবে প্রথম টেস্ট জিতলে এটা ভালো একটা উপহার হয়ে যাবে। ’
জিম্বাবুয়েকে প্রপার উইকেটেই হারাতে চান বাংলাদেশের কোচ। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনায় প্রপার উইকেট। আমরা যেরকম টেস্ট দল হয়ে উঠতে চাই, সেজন্য যেমন উইকেট দরকার সেরকমই চাই। জিম্বাবুয়ে সিরিজের জন্য স্পিন ট্র্যাক তৈরি করার প্রয়োজন নেই। প্রপার উইকেটে খেলেই আমরা টেস্ট জিততে চাই। স্পিন ট্র্যাক, সিমিং ট্র্যাক এমন কোনো আলোচনা হয়নি। ’
এদিকে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও কথা বলেছেন সিমন্স। বর্তমানে মুশফিক ভালো ফর্মে না থাকলেও শিগগিরই ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সিমন্স বলেন, ‘প্রথমত বলব, বাংলাদেশের ক্রিকেটকে সে অনেক কিছু দিয়েছে। সে এবং মাহমুদউল্লাহ। গত অনেক বছর ধরে দেশের জন্য অনেক কিছু অর্জন করেছে। মুশফিক একজন প্রফেশনাল ক্রিকেটার। সে মনে করে এখন এই ফরম্যাটে নিজেকে উজাড় করে দিতে পারবে। এবং সে ভালোও করছে। কঠোর পরিশ্রম করছে। জিম্বাবুয়ের বিপক্ষে তার দারুণ কীর্তি আছে। আশা করি এই টেস্টেও ভালো করবে। ’

আরও পড়ুন