১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে র‍্যাব কর্মকর্তার বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার লুট

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে এক র‍্যাব কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বুজোর্গ উমেদনগর গ্রামের ইয়াছিন হাজী বাড়িতে র‍্যাবের উপ-পরিদর্শক আব্দুর রহিম সুমন এবং ব্যাংক কর্মকর্তা আজিমুল মামুন-এর ঘরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ভুক্তভোগী আজিমুল মামুন জানান, চাকরীর কারণে আমরা পরিবার নিয়ে বাইরে থাকি। ঘর তালাবদ্ধ থাকে। শনিবার রাতে চোরেরা ঘরের দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে আলমিরাতে রাখা ৩ ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে গেছে। খবর পেয়ে রবিবার সকালে বাড়িতে ছুটে এসেছি। এছাড়া আমাদের বাড়ির আরিফের ঘরেও প্রবেশ করেছে চোরেরা, তবে সেখান থেকে কিছু নিতে পারেনি।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, চুরির খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন