জাহেদ উল্লাহ চৌধুরী: চট্টগ্রামে নীরবেই বাড়ছে চিকুনগুনিয়া সংক্রমণ। একের পর এক বাড়ছে এই মশাবাহিত ভাইরাস জ্বর চিকুনগুনিয়া। যে হারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, সমহারে পদেক্ষেপ নেয়া তো দূরে থাক, দৃশ্যমান তৎপরতাও দেখা যাচ্ছে না। নীরবেই বিস্তার ঘটছে এডিসবাহিত এই ভাইরাসটির।একের পর এক আক্রান্ত হচ্ছেন একই পরিবারের একাধিক সদস্য। স্বাস্থ্য বিভাগের নিয়মিত তথ্য বিবরণীতে ডেঙ্গু ও কোভিড থাকলেও চিকুনগুনিয়ার কোন তথ্যই মিলে না। যদিও বেসরকারি ল্যাবগুলোর তথ্য অনুযায়ী, চট্টগ্রামে চিকুনগুনিয়া সংক্রমণের হার ৮০ শতাংশের বেশি। যা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন চিকিৎসকগণ।
এদিকে বেসরকারি পর্যায়ের তথ্য স্পষ্ট করে বলছে, প্রতি ১০ জনে আটজনই এই ভাইরাসে আক্রান্ত। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন কার্যকরী উদ্যোগ। স্বাস্থ্য বিভাগও এখনও এই রোগ নিয়ে কোন আলাদা বার্তা দেয়নি। ডেঙ্গু ও কোভিড নিয়ে প্রতিদিনের বুলেটিন থাকলেও চিকুনগুনিয়ার তথ্য সেখানে অনুপস্থিত।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভিড় বাড়ছে জ¦র, গিঁটে ব্যথা ও র্যাশে আক্রান্ত রোগীদের। কেউ কেউ পরিবারের একাধিক সদস্য নিয়ে চিকিৎসকের কাছে আসছেন, অনেকেই বাড়িতে শুয়ে অচল হয়ে পড়েছেন। আতঙ্ক ছড়ালেও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নেই কার্যকর কোন উদ্যোগ।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবুল ফয়সাল মো. নুরুদ্দীন চৌধুরী বলেন, এবার একসঙ্গে একাধিক ভাইরাস ছড়াচ্ছে। উপসর্গ একই হলেও অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে এটি চিকুনগুনিয়া। শুরুতে ধরা না পড়লেও পরে বোঝা যাচ্ছে রোগী আসলে চিকুনগুনিয়াতেই আক্রান্ত।
অন্যদিকে চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আবদুর রব বলেন, চিকুনগুনিয়া জ্বরকে হালকাভাবে নিলে বিপদ হতে পারে। জয়েন্টে এত তীব্র ব্যথা হয় যে, রোগী হাঁটতেই পারেন না। তাই লক্ষণ দেখামাত্র ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। তবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. এইচএম হামিদুল্লাহ মেহেদী বলেন, আমাদের কাছে যে পরিমাণ জ্বরের রোগী আসছে, তার প্রায় ৮০ শতাংশই চিকুনগুনিয়ার লক্ষণধারী। পরীক্ষার খরচ বেশি হওয়ায় অনেকে ল্যাবে যাচ্ছেন না। তাই লক্ষণ বিবেচনায়ই চিকিৎসা দিতে হচ্ছে। হাসপাতাল ও ব্যক্তিগত চেম্বারে এখন চিকুনগুনিয়ার রোগীই বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, এ বছর ডেঙ্গু ও করোনার চেয়েও বেশি রোগী মিলছে চিকুনগুনিয়ার। যা অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি। মশার বিস্তার থেকেই এটি ছড়াচ্ছে। তাই এখনই মশার বিস্তার রোধ করতে হবে। তাদের মতে চিকুনগুনিয়ায় মৃত্যুহার কম হলেও রোগ-পরবর্তী জটিলতা দীর্ঘস্থায়ী হয়। বিশেষ করে গিঁটে ব্যথা, ত্বকে র্যাশ, শরীরের দুর্বলতা কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তাই এটি প্রতিরোধে এখনই কার্যকরী ভূমিকা গ্রহণের তাগিদ নিতে হবে।
চট্টগ্রামে সরকারি পর্যায়ে এখনও চিকুনগুনিয়ার আনুষ্ঠানিক কোন তথ্য পাওয়া না গেলেও তিনটি বেসরকারি ল্যাবের তথ্যমতে, প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের এক সপ্তাহের তথ্য ঘেঁটে দেখা গেছে, এপিক হেলথ কেয়ারে ১৮৫ জন রোগীর মধ্যে ১৫৩ জনের চিকুনগুনিয়া পজিটিভ এসেছে; শনাক্তের হার ৮২ শতাংশ। এভারকেয়ার হাসপাতালের ল্যাবে ১৩২ জনের পরীক্ষা করে ৬৫ জনের মধ্যে রোগটি ধরা পড়ে। পার্কভিউ হাসপাতালের পাঁচদিনের রিপোর্ট বলছে, ৫৩ জনের মধ্যে ৪২ জনের দেহে চিকুনগুনিয়া ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গড়ে শতকরা ৭৯ ভাগ আক্রান্ত।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, মশাবাহিত রোগ বাড়ছে; বিষয়টি আমাদের নজরে আছে। নগর থেকে গ্রামপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম চলছে। তবে প্রত্যেককে নিজ থেকে সচেতন হতে হবে।
প্রসঙ্গত, ২০১৭ সালে ঢাকায় প্রথম বড় পরিসরে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। তখন ১৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছিলেন। ২০২৪ সালে ডিসেম্বরে ফের এই রোগে আক্রান্ত হন ৬৭ জন। চলতি বছরও সংক্রমণের চিত্র সেই মাত্রাকেই ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।