৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৪ ইসরায়েলি সেনা নিহত গাজায় 

অনলাইন ডেস্ক : উত্তর গাজা উপত্যকায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার সকাল ৬টার দিকে গাজা শহরের শেখ রাদওয়ানপাড়ার উপকণ্ঠে কাফর জাবালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইসরায়েল ও মিডলইস্ট মনিটরের।সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, নিহত চার সেনা ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।নিহতরা হলেন— লেফটেন্যান্ট মাতান আবরামোভিটজ (২১), স্টাফ সার্জেন্ট উরি লামেদ (২০), সার্জেন্ট আমিত আরিয়ে রেগেভ (১৯), সার্জেন্ট গাদি কোটাল (২০)।এ ছাড়া নাহাল ব্রিগেডের ৫০তম ব্যাটালিয়নের একজন সেনা ওই ঘটনায় মাঝারি মাত্রার আহত হয়েছেন বলে সেনাবাহিনী জানায়। ইয়েদিয়োথ আহরোনোথ পত্রিকার তথ্য অনুযায়ী, হামাসের এক হামলায় গাজা সিটির একটি সুরক্ষিত অবস্থানে এ চার সেনা নিহত হন।আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ার উপকণ্ঠে কাফর জাবালিয়া এলাকায় সকাল ৬টার দিকে তিনজন হামাসকর্মী একটি সেনাশিবিরে আক্রমণ শুরু করে।রাতভর গাজায় হামলা চালানোর পর সেনারা ফাঁড়িতে ফিরে আসার কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটে।সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, নতুন এই মৃত্যুর ঘটনায় গত অক্টোবর ২০২৩ থেকে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৯০৪ জনে।

আরও পড়ুন