২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হিরো আলম যোগ দেওয়ায় দল থেকে বেরিয়ে গেলেন সাধনা

বিনোদন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য যারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ছেন, তাদের জন্য ‘দরজা খোলা’ রেখেছিলেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। কিন্তু সেই ‘খোলা দরজা’ দিয়েই দল থেকে বেরিয়ে গেলেন তার নিজের দলের সহসভাপতি সাধনা মহল। রবিবার রাতে (২৮ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দল ছাড়ার ঘোষণা দেন সাধনা। ফেসবুক পোস্টে দল ছাড়ার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি তিনি।তবে মন্তব্যের ঘরে কিছু ইঙ্গিত দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পরে সদ্য নিবন্ধন পাওয়া আমজনতার দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এর পরই পদত্যাগের ঘোষণা দেন দলের সহসভাপতি সাধনা মহল।
সাধনা মহল তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি আমজনতার দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।তারেক ভাই এবং আমজনতার দলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আশা করি, বড় ক্ষতি হয়ে যাওয়ার আগেই উনারা এই রাজনৈতিক ভুল পদক্ষেপ শোধরানোর সুযোগ পাবেন।’
এই পোস্টে মন্তব্যের ঘরে আজহারুল হক নামের একজন লেখেন, ‘আপা, তারেক যখন আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলছিল আশা করেছিলাম তখন আপনি বেরিয়ে আসবেন, কিন্তু সেই তুলনায় হিরো আলমের যোগ দেওয়ার কারণ দেখিয়ে বেরিয়ে যাওয়া দুঃখজনক। হিরো আলম বরং আমাদের অনেকের থেকে অনেক বেশি রাজনৈতিকভাবে সক্রিয় ও সংগ্রামী।’
জবাবে সাধনা মহল লেখেন, ‘বিষয়টা এক ব্যক্তিকেন্দ্রিক নয়। তোমাকে বোঝাতে হবে না আশা করি।’ রাজিব শেখ নামের একজন মন্তব্য করেন, হিরো আলম থার্ড ক্লাস অশ্লীল নর্তক আইন প্রণেতা হতে চান। আপা, আপনি মেনে নেন। জবাবে সাধনা মহল লেখেন, ‘সম্ভব না ভাই।’
আবু তৈয়ব হাবিলদার নামের একজন লেখেন, বোকার মতো কাজ করলেন। দল শুধু এলিটেরা করবে? খেটে খাওয়া মানুষ দল করলে অনেকেই নাক সিটকায়। এই নাক সিটকানি এলিটিজম দূর করতে হিরোদের দল করা উচিত। যে দলই হোক না কেন?’
জবাবে সাধনা মহল লেখেন, সরি ভাই, হিরো আলমের অর্জন, কর্ম জগত বা জনপ্রিয়তার সাথে আমার রাজনৈতিক বোঝাপড়ার কোন আদর্শিক সমন্বয় নেই। উনি মজলুমের রাজনৈতিক অধিকার আদায়ের জন্য উপকারি কোনো ব্যক্তিত্ব নয়।
আবু তৈয়ব হাবিলদার আবার প্রশ্ন করেন, রাজনৈতিক দল করতে শুধু মজলুম হতে হয়, সেটা আপনাকে কে বলছে? নাগরিক মাত্রই রাজনৈতিক দল করার অধিকার রাখে। আপনি নাগরিক অধিকার হরণ করে কি রাজনীতি করবেন?জবাবে সাধনা মহল বলেন, ‘ভাই আপনারা হিরো আলমকে সংসদে পাঠানোর চেষ্টা করেন; করে দেখেন। পারবেন না।’

আরও পড়ুন