২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হালিশহর থানা থেকে লুট হওয়া পিস্তল লক্ষ্মীপুরে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : গত ৫ আগস্ট সিএমপির হালিশহর থানা থেকে লুট হওয়া ব্রাজিলে তৈরি একটি তাড়াশ পিস্তল উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। পিস্তলটি সুমন হোসেন (২৮) নামের এক যুবকের কাছে ছিল। অস্ত্রটি উদ্ধারের আগে আটক করা হয় তাকে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে সিএমপির জনসংযোগ শাখা থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে আটক করা হয় সুমনকে। আটকের পর জিজ্ঞাসাবাদে তার কাছে লুটের একটি সরকারি অস্ত্র (পিস্তল) ও ম্যাগাজিন রয়েছে বলে স্বীকার করেন তিনি। পরে সিএমপির গোয়েন্দা বিভাগের দল সুমনের স্বীকারোক্তি অনুযায়ী লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে পলিথিন মোড়ানো অবস্থায় পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানার মামলা দায়ের করে সুমনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন