২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভুটানের বিপক্ষে নাটকীয় ড্র বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : সাফ নারী ফুটসালে শুভসূচনার পর দ্বিতীয় ম্যাচে হোঁচট খেলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে দাপুটে জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ ভুটানের মুখোমুখি হয়েছিলেন সাবিনা খাতুনরা। ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত এই নাটকীয় ম্যাচে ৩-৩ গোলে ড্র করে মাঠ ছেড়েছে সাইদ খোদারাহমির শিষ্যরা।ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে ওঠে।তবে ম্যাচের পঞ্চম মিনিটেই রক্ষণভাগের ভুলে গোল হজম করে বসে বাংলাদেশ। জামিয়াং চোডেনের গোলে লিড নেয় ভুটান। অবশ্য গোল খেয়ে দমে যায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। এর ঠিক দুই মিনিট পরই সুমাইয়া মাতসুশিমার এক চমৎকার দূরপাল্লার শট ভুটানের জালে জড়ালে সমতায় ফেরে বাংলাদেশ।দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ভুটান। ষষ্ঠ মিনিটে সোনম লাহমের গোলে আবারও পিছিয়ে পড়ে খোদারাহমির দল। এর কিছুক্ষণ পর বাংলাদেশের গোলরক্ষকের ভুল পজিশনের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন সোনম। ফলে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ।ম্যাচ যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন ত্রাতা হয়ে আবির্ভূত হন অভিজ্ঞ অধিনায়ক সাবিনা খাতুন। নির্ধারিত সময়ের মাত্র ৫ মিনিট আগে চমৎকার ড্রিবলিংয়ে প্রতিপক্ষ রক্ষণভাগকে পরাস্ত করে ব্যবধান ৩-২ এ নামিয়ে আনেন তিনি। সাবিনার এই গোল বাংলাদেশকে নতুন প্রাণ দেয়। এর কিছুক্ষণ পরই মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় সমতাসূচক গোলটি করেন ডিফেন্ডার মাসুরা পারভীন। নাটকীয় এই গোলটি বাংলাদেশের ড্র নিশ্চিত করে।টানা দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগের পরবর্তী ম্যাচে আগামী সোমবার নেপালের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

আরও পড়ুন