নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. বাবুল (৪০) কে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্প (সিপিসি-২) পুলিশ সুপার সাইফুর রহমান, পিপিএম। শনিবার (২৮ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব-৭, সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের অপারেশন কমান্ডার পুলিশ সুপার সাইফুর রহমান, পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ২৭ জুন সকাল ৯টার দিকে চট্টগ্রামের রাউজান থানাধীন গহিরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মো. বাবুলের বিরুদ্ধে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯(৪)(খ) ধারায় মামলা (নং-০৮, তারিখ ১৬/০৪/২০২৫) দায়ের রয়েছে।মামলার পর হাটহাজারী থানা পুলিশ র্যাবের সহায়তা চেয়ে আবেদন করলে র্যাব-৭ এর একটি আভিযানিক দল বাবুলের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে।অভিযানের সময় আসামির কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুইটি সিমকার্ড, একটি মানিব্যাগ এবং নগদ ২৪০ টাকা উদ্ধার করা হয়।গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল স্বীকার করে যে, সে উক্ত মামলার পলাতক আসামি। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
