৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হরিলুট শুরু হয়ে গেছে : মাসুদ কামাল

অনলাইন ডেস্ক : প্রবাসীদের কিভাবে ভোট নেওয়া যায় এর জন্য ৩০ জন পরামর্শক নিয়োগ করা হয়েছে। যার বাজেট ১৫ কোটি টাকা বলে জানিয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। দেশে একটা হরিলুট শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন মাসুদ কামাল।
আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের প্রতিটি গাড়ি কিনতে ব্যায় হবে ১০১ কোটি ৬১ লাখ টাকা। তার মানে নির্বাচন হচ্ছে নতুন সরকার শপথ নিচ্ছে এবং নতুন গাড়িতেও চড়ছে তাইতো? টকশো উপাস্থাপকের এমন প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন, গাড়িটারই তো ব্যাপার না গাড়ি কত টাকা দিয়ে কিনছেন এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো কিনলেই লাভ কিনলেই কমিশন। কমিশনটা তাড়াতাড়ি নেওয়া দরকার।ওনাদের (সরকার) যাও্রর সময় হয়ে গেছে এখন শেষ সময়ে যা পায় যে উপায়ে পায়।গাড়ি যারা আসবে তারা কিনবে অসুবিধাটা কি আছে। আপনাকে কিনতে হবে কেন? এতদিন গাড়ি ছাড়া চলে নাই? এমন প্রশ্ন রাখেন মাসুদ কামাল।
তিনি আরো বলেন, ‘আগের সরকার যারা দেশে চলে গেছে, তারা গাড়ি সঙ্গে নিয়ে গেছে? যায় নাই তো।তাহলে সমস্যাটা কি। আগামী মন্ত্রীদের গাড়ির দরকার আছে কি নাই এ সরকার এখন টের পাচ্ছে? মাথা খারাপ হয়ে গেছে।’দেশে হরিলুট শুরু হয়ে গেছে দাবি করে মাসুদ কামাল বলেন, মাঝে দেখলাম বিদেশে প্রবাসীদের ভোটার করার ব্যবস্থা করছে। এতে ৫০ কোটির ওপরে বাজেট গেলে একনেকে পাস করতে হয় এজন্য ৪৯ কোটি ৪৩ লাখ টাকা বাজেট করা হয়েছে। যাতে তাৎক্ষণিক পাস করানো যায়।

আরও পড়ুন