৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

হত্যাসহ ১৪ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর শীর্ষ সন্ত্রাসী ডাবলমুরিং থানার হত্যা মামলাসহ ১৪টি মামলার পলাতক আসামি মো. সুমনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গ্রেফতার সুমন হাটহাজারী উপজেলার সন্দ্বীপ কলোনি এলাকার মো. মজিবুল হকের ছেলে। হাটহাজারী থানাধীন দক্ষিণ পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদে হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে নগরীর শীর্ষ সন্ত্রাসী মো. সুমনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর ডাবলমুরিং ও হাটহাজারী থানায় নাশকতা, চুরি এবং হত্যা সংক্রান্তে ১৪টি মামলা রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডাবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন