বিনোদন ডেস্ক: অনেক তারকা যেখানে ছবি শিকারিদের প্রতি বিরক্তি প্রকাশ করেন, সেখানে বরাবরই হাসিমুখেই তাদের সহযোগিতা করেছেন আলিয়া ভাট। তাকে সহসাই অগ্নিরূপ ধারণ করতে দেখা যায় না। কিন্তু এবার বাধ্য হলেন ক্ষোভ প্রকাশ করতে।
পিকলবল খেলে ঘাম ঝরিয়ে বাড়িতে ফিরছিলেন অভিনেত্রী।আচমকাই ছবি শিকারিরা এসে প্রবেশদ্বারের সামনে বাধা হয়ে দাঁড়ান। এখানেই শেষ নয়, আলিয়ার পিছু ধাওয়া করে আবাসনে ঢোকারও চেষ্টা করেন তারা! এই ঘটনাতেই মেজাজ হারান আলিয়া ভাট। ক্যামেরার সামনেই তাদের পাঠ দিতে ছাড়েননি অভিনেত্রী।কড়া ভাষায় আলিয়া তাদের উদ্দেশে বলেন, ‘গেটের ভেতরে ঢুকবেন না একদম।এটা আপনাদের আবাসন নয়। দয়া করে বাইরে যান। বের হন এখান থেকে। আপনারা এখানে ঢুকতে পারেন না।’
তবে নাছোড়বান্দা ছবি শিকারিরাও। তারা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতেই থাকেন। খেপে গিয়ে আলিয়া পাল্টা বলেন, ‘আপনারা এখনো কথা শুনছেন না! বাহ, ধন্যবাদ।’ সেই ক্যামেরাবন্দি মুহূর্তই এখন অন্তর্জালে ভাইরাল।
