১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

স্রোতে ভেসে যাওয়ার দু’দিন পর কৃষকের লাশ উদ্ধার রামুতে

রামু প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার সোনাইছড়ি খালে পানির স্রোতে ভেসে যাওয়ার দুইদিন পর নিখোঁজ কৃষক শামসুল আলমের (৫০) মরদেহ উদ্ধার করা হয়ছে।রবিবার (২২ জুন) বিকাল ৩টায় খালের নিখোঁজ হওয়া অংশে তার মৃতদেহ ভেসে উঠে।
শামসুল আলম উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার বাঁচা মিয়ার ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স।
তিনি জানান, গত শুক্রবার বিকালে গরু নিয়ে বাড়ি ফেরার সময় খালের পানির প্রবল স্রোতে ডুবে যান কৃষক শামসুল আলম। পরদিন শনিবার সকালে রামু ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং বিকালে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ ডুবুরি দল প্রাণপণ চেষ্টা চালালেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয় নি।দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শামসুল আলমের কোনো খোঁজ না পাওয়ায় তার পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করে। আজ বিকেলে মৃতদেহটি ভেসে উঠলে স্থানীয়রা সেটি উদ্ধার করে।

আরও পড়ুন