১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ‘মেরে’ ঝুলিয়ে রাখা হয় মরদেহ!

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার রশিদাবাদ গ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্য শামসেদ হিরুর (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ জুলাই) সকালে শোভনদণ্ডী ইউনিয়নের ওই গ্রামের একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, শামসেদ হিরু দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর থেকে তিনি গা-ঢাকা দেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি চুপিসারে গ্রামে ফিরে আসেন এবং গ্রেপ্তার এড়াতে নিজ বাড়িতে না গিয়ে পাশের এক প্রতিবেশির ঘরে রাত কাটাতে যান। ভোরে তার স্ত্রী জানালা দিয়ে দেখেন, হিরু ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলছেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।নিহত হিরু শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটিরও সদস্য ছিলেন।এ ঘটনায় হিরুর পরিবার তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন