আন্তর্জাতিক ডেস্ক: স্ত্রীর বিলাসবহুল জীবনযাপন পূরণ করতে গিয়ে চুরির মতো অপরাধে জড়িয়ে পড়েছেন এক শিক্ষিত যুবক। ভালো বেতনের চাকরি ছেড়ে বিবাহিত জীবনের মাত্র এক মাসের মাথায় অপরাধ জগতে পা রাখার ঘটনাটি বিস্মিত করেছে পুলিশসহ এলাকাবাসীকে। ঘটনাটি সম্প্রতি ঘটে ভারতের রাজস্থানের রাজধানী জয়পুরে।
ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন–এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এক নারীর গলা থেকে স্বর্ণের চেন ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই যুবক বিবিএ পাস করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তবে বিয়ের পর স্ত্রী তার কাছে দামি পোশাক, জুয়েলারি, ঘুরতে যাওয়াসহ নানা বিলাসী চাহিদা পেশ করতে থাকেন। এসব চাহিদা পূরণ করতে না পেরে হতাশায় পড়েন ওই যুবক। একপর্যায়ে তিনি চাকরি ছেড়ে চুরির পথ বেছে নেন।গ্রেপ্তারের পর পুলিশকে তিনি জানান, স্ত্রীর শখ পূরণ করতেই জয়পুরে গিয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই ও চুরি করতে শুরু করেন। পুলিশের ভাষ্যমতে, একজন শিক্ষিত যুবকের এমন সিদ্ধান্ত একদিকে যেমন দুঃখজনক, অন্যদিকে সমাজের বাস্তব সংকটের প্রতিফলনও বটে।পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।





