নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে মো. রাহাত (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।মো. রাহাত বহদ্দারহাট এলাকার মো. লিয়াকতের ছেলে এবং চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলে খেলতো।
জানা গেছে, ২৯ এপ্রিল স্কুল থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে যায় রাহাত। এ সময় ৪ বন্ধু মিলে পূর্ব শত্রুতার জেরে তাকে মারধর করে নদীতে ফেলে দেয়। বুধবার স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, মঙ্গলবার স্কুলে যাওয়ার পর আর ফেরেনি রাহাত। স্কুল ছুটির পর তার পরিবার বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে। আজ বুধবার মরদেহটি উদ্ধার করা হয়েছে। রাহাত কাদের সঙ্গে স্কুল থেকে বের হয়েছিল এবং কোথায় গিয়েছিল, এসব বিষয় তদন্ত করা হচ্ছে।