৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

স্কপের বন্দর ভবনমুখী ‘লাল পতাকা গণমিছিল’

নিজস্ব প্রতিবেদক: শ্রমিক-কর্মচারি ঐক্য পরিষদের (স্কপ) ঘোষিত চট্টগ্রাম বন্দর ভবন অভিমুখে ‘লাল পতাকা গণমিছিলের’ প্রতি সমর্থন জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।রোববার বিকেলে নগরীর হাজারী লেইনে জোটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাসদ (মার্ক্সবাদী) ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক শফিউদ্দিন কবির আবিদ। সভায় বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়কে আগামী তিন মাসের জন্য জোটের জেলা সমন্বয়ক নির্বাচিত করা হয়েছে।
সভায় বাম গণতান্ত্রিক জোটের চট্টগ্রামের নেতারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার জনমত উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে ইজারা দিচ্ছে। সাম্রাজ্যবাদী শক্তির কাছে নতজানু হয়ে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। এর ফলে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি আঞ্চলিক ভূ-রাজনৈতিক বিরোধে দেশ জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।’সম্প্রতি ঢাকায় বামজোটের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে তারা বলেন, ‘সরকার ইতোমধ্যে গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রামের লালদিয়া চর ও কেরাণীগঞ্জের পানগাঁও টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দিয়েছে। বিগত স্বৈরাচার সরকারের কায়দায় তারা দেশ ও জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। ঢাকায় এর প্রতিবাদে যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিলে পুলিশের হামলায় বাম জোটের নেতাকর্মীরা আহত হয়েছেন। সরকারের প্রতি আমাদের আহ্বান, হামলা-নির্যাতন বন্ধ করুন। স্বেচ্ছাচারিতা ও একগুঁয়েমি পরিত্যাগ না করলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।’সভায় শফিউদ্দিন কবির আবিদ ও আল কাদেরী জয় ছাড়া আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহা ও ফরিদুল ইসলাম।
উল্লেখ্য, নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) বিভিন্ন স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বন্ধের দাবিতে আগামী ১০ ডিসেম্বর বুধবার চট্টগ্রাম বন্দর ভবন অভিমুখে ‘লাল পতাকা গণমিছিলের’ ডাক দিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

আরও পড়ুন