১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিনের

অনলাইন ডেস্ক: মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফরিদা ইয়াসমিন। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নিয়েই তিনি পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এর আগে ঈদগাঁও থানায় দায়িত্বকালীন সময়ে তিনি দস্যুতা ও কিশোর গ্যাং দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ফরিদা ইয়াসমিন ২০২২-২০২৫ দুই দফায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পশ্চিম আফ্রিকার দেশ মালি এবং মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে সাফল্যের সাথে দায়িত্ব পালন শেষে মেডেল প্রাপ্ত হন। তিনি কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত থেকে মাদক, ডাকাতি, অপহরণ দমনে সফলতার স্বাক্ষর রাখেন। তিনি গহীন ঝুঁকিপূর্ণ পাহাড়ে অভিযান পরিচালনা করেন।
২০০৩ সালে সারদা পুলিশ একাডেমিতে ১ বছরের প্রশিক্ষণ শেষ করে আইন বিষয়ে শ্রেষ্ঠ মহিলা ক্যাডেট হিসেবে মেডেল প্রাপ্ত হন ফরিদা ইয়াসমিন। ২০০৪ সালে প্রশিক্ষণ শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন তিনি। এরপর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বরিশাল রেঞ্জ এবং চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন ইউনিটে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেন।
মিরসরাই থানায় দায়িত্ব গ্রহণের পর ওসি ফরিদা ইয়াসমিন বাংলানিউজকে বলেন, অপরাধ ও অপরাধীর বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, যত প্রভাবশালীই হোক তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটিই আমাদের মূল দায়িত্ব।
পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, মিরসরাইবাসী যেন শান্তি ও নিরাপত্তার মধ্যে জীবনযাপন করতে পারে-এমন পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের প্রথম কাজ। যেকোনো প্রয়োজনে মীরসরাইয়ের মানুষ পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত।নতুন ওসির যোগদানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা করেছেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

আরও পড়ুন