অনলাইন ডেস্ক: সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নিদেশ দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। আজ মঙ্গলবার বিকেলে জেলা দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন চান। কিন্তু জেলা ও দায়রা জজ মোছা. ইসমত আরা তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।এরআগে বেলা ১১টার দিকে সুলতানা পারভীন আদালতে হাজির হন। এসময় সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন তার সঙ্গে থাকা লোকজন।
সুলতানা পারভীন ৫ বছর আগে কুড়িগ্রামে কর্মরত থাকাকালীন অবস্থায় বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে বাড়ি থেকে তুলে আনার নির্দেশ দেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে নির্যাতন করেন এবং মাদক মামলা দায়ের করে মধ্যরাতেই তাকে জেলহাজতে পাঠান। পরে নির্যাতিত সাংবাদিক আরিফুল ইসলাম রিগান বাদী হয়ে জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রধান আসামি করে মামলা করেন ২০২০ সালের ৩১ মার্চ। এ মামলায় আরও তিনজনকে আসামি করা হয়। সেই মামলার প্রধান আসামি সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পেলেও নিম্ন আদালত থেকে জামিন পাননি। আজ মঙ্গলবার কুড়িগ্রাম জেলা জজ আদালতে জামিন নিতে এলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীর আইনজীবী এডভোকেট আজিজুর রহমান দুলু বলেন, ‘চার্জশিটের প্রধান আসামি সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর মাধ্যমে আমরা প্রাথমিক ও সুষ্ঠু রায় পেয়েছি।’মামলার বাদী সাংবাদিক আরিফুল ইসলাম রিগান বলেন, ‘এই রায়ে আমি সন্তুষ্ট। বিচার বিভাগকে ধন্যবাদ জানাই।’
