খবর বিজ্ঞপ্তি: নতুন সময়ের অভিযাত্রা,,,,,,, এই স্লোগান কে সামনে রেখে চট্টগ্রামের সনামধন্য অনুশীলনী সঙ্গীত শিক্ষা, সামাজিক, অরাজনৈতিক, কল্যাণ মুলক প্রতিষ্ঠান স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গন এর আয়োজনে বাংলাদেশ টেলিভিশন শিশু কিশোরদের মেঘা অন্মেষন নতুন কুড়ি ‘২৫ এর সারা বাংলাদেশের আধুনিক গান খ বিভাগে সেরা ২য় স্হান অর্জনকারী তুষ্মি দাশ’র সংবর্ধনা , সঙ্গীতানুষ্ঠান , আলোচনা ও স্বরলিপি ‘ পরিবারের সদস্য পেশগত কারণে ঢাকায় বদলি হওয়ায় ভালোবাসা ও স্মৃতির নির্দশন স্বরুপ বিদায় অনুষ্ঠান ১৪ ডিসেম্বর, রবিবার নগরীর চেরাগী পাহাড়স্হ বৈঠক খানা কমিনিউটি হলে সম্পন্ন হয়। মাহবুবুর রহমান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন স্বরলিপি ‘ র পরিচালক কন্ঠশিল্পী সামশুল হায়দার তুষার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক ও প্রবন্ধিক মোঃ কামাল উদ্দীন, দৈনিক আজাদী র সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, গীতিকার ও সাংবাদিক আবছার উদ্দিন অলি, সি জে কে এস ফুটবল টিমের ম্যানেজার সরোয়ার মনি, ইন্জিনিয়ার নুরুল আলম, সাউন্ড টাচ্ পরিচালক ইলিয়াছ ইলু। উপস্হিত ছিলেন স্বরলিপি ‘ র উপদেষ্টা রকিবুল হাসান সোহেল, শহীদুল হক সদস্য জাহিদ তানসির, চৌধুরী মোঃ ইকরাম, মীম চৌধুরী এ আর বাবলু,নাঈম মাহমুদ, মুজিবুর রহমান প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন এস এইচ তুষার,মাহবুবুর রহমান সাগর, বাউল মোজাহের, তপন আচার্য, নুসরাত সুমি, রিদু চৌধুরী, ইন্জিনিয়ার নুরুল আলম, ইমরান পারভেজ, সংবর্ধিত শিল্পী তুষ্মি দাশ। যন্ত্র সঙ্গীতে ছিলেন কি বোর্ড সরজ, অক্টোপ্যাড টিটু,তবলায় লিমন সার্বিক সহযোগিতা বৈঠক খানা কমিউনিটি হল কর্তৃপক্ষ।





