২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২

অনলাইন ডেস্ক : সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পাগলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সেজুতি ট্রাভেলসের একটি এসি বাস ঢাকা থেকে সুনামগঞ্জ যাচ্ছিল।ভোর সাড়ে ৫টার দিকে পাগলাবাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হয়েছেন ১০ জন।
জয়কলস হাইওয়ে থানার পুলিশ সুমন কুমার চৌধুরী বলেন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে।নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের সিলেট ও সুনামগঞ্জের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন