১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় জামায়াতের প্রতিবাদ সভা পণ্ড, আহত ১০

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে এক স্কুল শিক্ষক ও জামায়াতের নেতার ওপর হামলার প্রতিবাদে আহুত প্রতিবাদ সভায় সন্ত্রাসী হামলার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারিসহ ১০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (৯ মে) বিকালে উপজেলার জঙ্গল সলিমপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটনা ঘটে।
সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী বলেন, জঙ্গল সলিমপুর এস এস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে গত বুধবার (৭ মে) রাতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা উপুর্যপরি হামলা চালায়। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।এর প্রতিবাদে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আজ শুক্রবার সভার আয়োজন করা হয়েছিল। জুমার নামাজের পর থেকে জামায়াতের নেতা-কর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হতে থাকেন। এক পর্যায়ে বিকাল ৪টার দিকে ২০-৩০ জনের একদল অস্ত্রধারী সমাবেশ উপস্থিত হয়ে অতর্কিত গুলি ছুঁড়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়।
তিনি বলেন,এ সময় সন্ত্রাসীদের গুলিতে জামায়াত নেতা মোহাম্মদ আলী, আব্দুস সালাম এবং উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীসহ ১০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। অবরুদ্ধ করে রাখা হয় চট্টগ্রাম উত্তর জেলা জামাতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ জামায়াতের ৭/৮ জন নেতা-কর্মীকে। এদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বলেন,‘একটি প্রতিবাদ সভাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন