সীতাকুণ্ড প্রতনিধিি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুইদিন ধরে নিখোঁজ এক যুবকের লাশ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ওই যুবককে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পুলিশ হত্যা কিংবা আত্মহত্যা- এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি।বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ মুরাদপুর গ্রামের মুক্তাপুকুর পাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।মৃত নয়ন দেবনাথ (২৭) দক্ষিণ মুরাদপুর গ্রামের বাবুল দেবনাথের ছেলে। তিনি উপজেলায় একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, গত মঙ্গলবার সকালে দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে ফেরেননি নয়ন। খোঁজাখুজি করেও না পেয়ে বুধবার সীতাকুণ্ড থানায় তার মা নিখোঁজ ডায়েরি করেছিলেন।
সকালে স্থানীয় লোকজন বাড়ি কাছে পুকুর পাড়ে জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় নয়নের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
পরিবারের সদস্য ও নয়নের বন্ধুরা স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, কয়েকদিন আগে নয়ন তার বন্ধুদের জানিয়েছিলেন, তার কাছে কেউ কেউ টাকা দাবি করছেন। কারা সেটা তিনি প্রকাশ করেননি। টাকাপয়সার বিরোধ থেকে তাকে খুন করা হয়েছে বলে তাদের অভিযোগ।ওসি মজিবুর বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ বলা যাবে।’
