১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল নারীর

সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগারহাট এলাকায় ট্রেনের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে রেলওয়ে পুলিশ।আজ বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১১টায় দিকে ২ নাম্বার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় এ ঘটনাটি ঘটে।
সীতাকুণ্ড জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ আশরাফ ছিদ্দীক জানান, এদিন বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন সীতাকুণ্ড-বারতাকিয়া সেকশনের রেলওয়ের মধ্যবর্তী ছোট দারোগারহাট এলাকায় আপ রেললাইনের পাশে অজ্ঞাত এক নারী (৫০) ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান।ঘটনার খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে প্রেরণ করে। তবে এ নারীর নাম পরিচয় পাওয়া যায়নি এখনো।

আরও পড়ুন