লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবারের সাথে অভিমান করে ফাঁস লাগিয়ে রিয়াজ উদ্দীন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে।শুক্রবার (৮ আগস্ট) রাত আনুমানিক ১২টা থেকে আজ শনিবার ভোর ৬টার ভিতরে উপজেলার চুনতি মৌলানা পাড়ায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আবুলু।নিহত রিয়াজ উদ্দীন উপজেলার চুনতি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৌলানা পাড়ার প্রবাসী সাহাব উদ্দীনের একমাত্র পুত্র।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত যুবক কিছুদিন আগে অটোরিকশা চালাত। পরে সেটি বিক্রি করে টাকা সব খেয়ে ফেলে। এরপর কিছুদিন রাজমিস্ত্রীর কাজ করে। কয়েকদিন যাবৎ তার মাকে বলে আসছিল একটি সিএনজি কিনে দিতে; না হয় গলায় রসি দিয়ে ফাঁস লাগিয়ে মরে যাবে।
মা বলেছে ছেলের বাবা বিদেশ থেকে আসলে কিনে দিবে কিন্তু ছেলেটি ধৈর্য্য না ধরে গভীর রাতে ঘরের টিনের চালের বিমের সাথে রসি দিয়ে ফাঁস লাগায়। আজ ভোর ৬ টার দিকে নিহতের মা-বোন তাকে ঘরের বিমের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ততক্ষণে সে মারা যায়।খবর পেয়ে চুনতি ফাঁড়ির এসআই জিয়াউল হুদা সঙ্গীয় ফোর্সসহ লাশটি উদ্ধার করে লোহাগাড়া থানা হেফাজতে নিয়ে আসেন।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
