২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সাহসিকতার সঙ্গে রাজনীতি করেছেন দস্তগীর চৌধুরী’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের দুঃশাসনেও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মরহুম দস্তগীর চৌধুরী সাহসিকতার সঙ্গে রাজনীতি করেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার (২৭ জুন) নগরের কদমতলী মোড়ে নির্মিতব্য ‘দস্তগীর চৌধুরী চত্বর’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মেয়র আরও বলেন, ‘মুক্তিযোদ্ধা দস্তগীর চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। এক-এগারোর সময় তিনি চট্টগ্রামে প্রথম গ্রেপ্তার হওয়া রাজনীতিক ছিলেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ক্রীড়া সংগঠক হিসেবেও তাঁর অবদান স্মরণীয়। তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।’
শহরের পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “‘প্লাস্টিক, পলিথিন, ডাবের খোসা যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে, যাতে জলাবদ্ধতা কমে এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি কমে। করোনা সংক্রমণও বাড়ছে, সবাইকে মাস্ক পরতে হবে ও সতর্ক থাকতে হবে।’
চট্টগ্রামের বাকলিয়া আইল্যান্ড এলাকায় ‘ওয়ান সিটি, টু টাউন’ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রীন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে চাই। এটি শুধু চট্টগ্রামের নয়, পুরো দেশের জন্যও একটি উদাহরণ হবে।’
অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য হাজী মো. সালাউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এসএম সাইফুল আলম, জেলা রেড ক্রিসেন্ট ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসুফ, সাংবাদিক জাহিদুল করিম কচি, বিএনপি নেতা জয়নাল আবেদীন জিয়া, মরহুম দস্তগীর চৌধুরীর পরিবারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন