অনলাইন ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ পর্যন্ত ৭৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সব মিলিয়ে ১৯ হাজার ৫২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭, ঢাকা উত্তর সিটিতে ৩২, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৪, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন।এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৪০ জন।
